ঠাকুরগাঁয়ের সেই গ্রামের ১০০ পরিবার কোয়ারেন্টিনে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/30/thakurgaon-pic.jpg)
ঠাকুরগাঁওয়ে ১০০ পরিবারকে লকডাউনে রাখার নির্দেশের পর বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। ছবি : এনটিভি
ঠাকুরগাঁওয়ে একই পরিবারের পাঁচজনকে হাসপাতালে পাঠানোর পরের দিন ওই গ্রামের ১০০ পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।
গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউএনও আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ওই পরিবারের পাঁচ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না, তা জানার জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই নমুনা ঢাকায় পাঠানো হবে।’
ইউএনও আরো বলেন, ‘গত রোববার থেকে ওই আক্রান্তদের স্বজন ও আশপাশের ১০০ পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারকে সাত দিনের খাবার পৌঁছে দেওয়া হয়েছে।’
চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, ‘একই পরিবারের পাঁচজন আক্রান্ত হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’