‘ডলার সংকটে’ নাকচ টেলিটকের ফাইভ-জি প্রকল্প
টেলিটকের ২৩৬ কোটি ৫৪ লাখ টাকার ফাইভ-জি প্রকল্পের অনুমোদন দেয়নি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। একনেক সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এ প্রস্তাবটি পেশ করলে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তা নাকচ হয়ে যায়।
আজ মঙ্গলবার একনেকের সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এসব তথ্য জানান।
রাজধানীর শেরে বাংলা নগরে আজ বুধবার অনুষ্ঠিত এ সভায় একনেক চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় অংশ নেন।
এম এ মান্নান মন্ত্রী বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাণিজ্যিকভাবে ফাইভ-জি প্রযুক্তি চালু করতে ২৩৬ কোটি ৫৪ লাখ টাকার একটি প্রকল্প নিয়েছিল টেলিটক বাংলাদেশ লিমিটেড। প্রকল্পের ৮০ শতাংশ ইক্যুইপমেন্ট বিদেশে থেকে ডলার দিয়ে কিনতে হবে। সেজন্য প্রধানমন্ত্রী এতে সায় দেননি। ব্যয় সংকোচনের জন্য প্রকল্পটি একনেক সভায় অনুমোদন না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে।’
এম এ মান্নান বলেন, ‘আপাতত বর্তমান পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রা (ডলার) ব্যয় করে এ প্রকল্পের জন্য যন্ত্রপাতি কেনার কোনো সুযোগ নেই।’