ডাকসুর নির্বাচন না হওয়া ঢাবি প্রশাসনের ব্যর্থতা : সেতুমন্ত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন নিয়মিত না হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনকে দায়ী করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার (১০ মার্চ) ঢাবির হাজী মুহম্মদ মুহসীন হলের সুবর্ণ জয়ন্তী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুর্নমিলনী অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ডাকসু নির্বাচনের দায়িত্ব তাদের। এখানে আওয়ামী লীগের কোনো হস্তক্ষেপ নেই। প্রতি বছরই নির্বাচন হওয়ার কথা। নিয়মিত নির্বাচন করতে না পারাটা তাদের ব্যর্থতা।’
অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে অরাজনৈতিক উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সব জায়গায় রাজনীতি করতে চাই না। কিছু কিছু জায়গা রাজনীতি থেকে বাইরে রাখতে হয়। অ্যালামনাইয়ের চরিত্র অরাজনৈতিক হওয়া উচিত।’
আওয়ামী লীগ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, ‘কে কী বলল তাতে আমাদের কিছু আসে যায় না। আমরা যা করছি, মানুষের জন্য করছি। যারা লুটপাট করেছে, তাদের জনগণ প্রত্যাখ্যান করেছে বলে আজ তারা ক্ষমতায় নেই।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ কোনো বিলাসী রাজনীতি করে না। পকেটের রাজনীতি করে বিএনপি। শেখ হাসিনার সরকার জনকল্যাণে রাজনীতি করে। এখনও তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন লন্ডনে বসে পলাতক অবস্থায় আয়েশি জীবনযাপন করছে। তাদের মুখে এসব বলা শোভা পায় না।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর উদারতা ও মানবিক কারণে খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাঁকে বাসায় থাকার অনুমতি দিয়েছেন। এর অর্থ এই নয় যে, তাঁর সাজা বাতিল হয়ে গেছে। এটা হচ্ছে প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা। এটা তার মহানুভবতা। খালেদা জিয়া ইলেকশন করবেন, নাকি রাজনীতি করবেন, সেটা আদালতের জাজমেন্টের ওপর নির্ভর।’