ডিআরইউর ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। চলছে ভোট গণনা।
আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল এক হাজার ৬৩৫ জন।
ভোটগ্রহণ শুরুর দিকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটারদের সংখ্যা। ভোটার ও প্রার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে ডিআরইউ প্রাঙ্গণে।
২০২০ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের মোট ২১টি পদে প্রার্থীরা এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রফিকুল ইসলাম আজাদ, রাজু আহমেদ, শাহনেওয়াজ দুলাল, শামসুল হক বসুনিয়া ও শরিফুল ইসলাম (বিলু)।
তবে সম্প্রতি ফেসবুকে পোস্ট দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান সভাপতি পদপ্রার্থী রাজু আহমেদ।
সহসভাপতির একটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন নজরুল কবীর, ওসমান গনি বাবুল ও রাশেদুল হক।
সাধারণ সম্পাদক পদে লড়াই করছেন নুরুল ইসলাম হাসিব, রিয়াজ চৌধুরী ও শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামাল)।
যুগ্ম সম্পাদকের একটি পদে জন্য হেলিমুল আলম বিপ্লব ও মেহদী আজাদ মাসুম লড়াই করছেন।
অর্থ সম্পাদক পদে জিয়াউল হক সবুজ কোনো প্রতিযোগী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। একই ঘটনা ঘটেছে নারীবিষয়ক সম্পাদক পদের ক্ষেত্রে। এই পদে বিনাভোটে জিতেছেন রীতা নাহার। এ ছাড়া প্রার্থী না থাকায় লড়াই ছাড়াই জয় পেয়েছেন আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার ও কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ।
সাংগঠনিক সম্পাদক পদে হাবীবুর রহমান ও মাইনুল হাসান সোহেল এবং দপ্তর সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস পান্না ও মো. জাফর ইকবাল লড়াই করছেন।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আবদুল হাই তুহিন ও মাইদুর রহমান রুবেল এবং তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক একটি পদে সাখাওয়াত হোসেন সুমন, জান্নাতুল ফেরদৌসী মানুর মধ্যে লড়াই হবে।
ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা ও মো. মজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. এমদাদুল হক খান ও মিজান চৌধুরী লড়াই করছেন।
এর বাইরে কার্যনির্বাহী সদস্যের সাতটি পদে মোট নয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আহমেদ মুশফিকা নাজনীন, আহমেদ সিরাজ, আমান-উদ-দৌলা, কামরুজ্জামান বাবলু, এম মুরাদ হোসেন, মো. ইমরান হাসান মজুমদার, মঈনুল আহসান, এস এম মিজান ও সায়ীদ আবদুল মালিক।

নিজস্ব প্রতিবেদক