‘তারুণ্যের আলোকশিখা’য় উজ্জ্বল জাতীয় প্যারেড গ্রাউন্ড
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ দিনের সাংস্কৃতিক আয়োজন। ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার আজ শনিবারের আয়োজনের শিরোনাম- তারুণ্যের আলোকশিখা।
জাতীয় প্যারেড গ্রাউন্ডে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছোট বোন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে শুভেচ্ছা বার্তা দেন ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ড. ইউসেফ বিন আহমেদ আল-ওসাইমীন।
অনুষ্ঠানে তুলে ধরা হয় দেশের প্রকৃতি। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের সঙ্গে কোরিওগ্রাফি করেন দেশি-বিদেশি শিল্পীরা। জাতির পিতার জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা মন কাড়ে আগত দেশি-বিদেশি দর্শক শ্রোতার।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঞ্চালনায় অনুষ্ঠানে ফরাসি সিনেটর এবং দক্ষিণ পূর্ব এশিয়ার আন্তসংসদীয় ফ্রেন্ডশিপ গ্রুপের প্রেসিডেন্ট মাদাম জ্যাকুলিন দেরোমেদির একটি রেকর্ডকৃত ভিডিও বার্তাও প্রচার করা হয়।
অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন।
করোনা পরিস্থিতি মাথায় রেখে কঠোর নিরাপত্তা ও নিরাপদ দূরত্ব মাথায় রেখেই অনুষ্ঠিত হচ্ছে সব অনুষ্ঠানমালা।