তিন দিন বৃষ্টির সম্ভাবনা : বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা

Looks like you've blocked notifications!
সিলেটে বন্যায় মানুষের দুর্দশা। ছবি : এনটিভি

আগামী তিন দিন সারা দেশে বৃষ্টি হতে পারে। ফলে সিলেটসহ বিভিন্ন জেলায় চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এ ছাড়াও চট্রগ্রাম ও কক্সবাজার এলাকায়ও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ফলে পাহাড় ধ্বসের শঙ্কাও রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা আগামী তিন দিন অব্যাহত থাকবে। আবহাওয়ার পূর্বাভাসে সিলেটে ৬০ ও শ্রীমঙ্গলে ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যদিও রংপুরে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। সেখানে বৃষ্টির রেকর্ড করা হয় ১০৯ মিলিমিটার। এ ছাড়াও আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিলাস হ্রাস পাবে।

এদিকে উজান থেকে আসা ঢলে সিলেট বিভাগের ৮০ শতাংশ এলাকা তলিয়ে গেছে। শুধু সুনামগঞ্জেরই ডুবে গেছে ৯০ শতাংশ এলাকা। বাকি তিন জেলার শহরের কিছু উঁচু স্থান ছাড়া সবখানে এখন পানি। আগামী দুই দিনে এই পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।