তিন শর্তে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির জামিন
মানবতাবিরোধী অপরাধের মামলায় নীলফামারীর একরামুল হককে (৭৮) তিন শর্তে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মুজাহিদুল ইসলাম শাহীন। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানা চমন।
আসামিপক্ষের আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম শাহীন বলেন, আসামি ইউরোলজি সমস্যায় ভুগছেন। তিনি এখন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন। এ ধরনের চিকিৎসা জেলখানায় থেকে করা সম্ভব নয় জানিয়ে আদালতে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আসামির চিকিৎসার স্বার্থে আইনজীবী ও ছেলের জিম্মায় এবং ঢাকায় অবস্থান করার শর্তে জামিন মঞ্জুর করেন।
আইনজীবী বলেন, শর্তগুলো হলো- ১. জামিনের পর আসামিকে ঢাকায় থাকতে হবে ও নিয়মিত হাজিরা দিতে হবে; ২. গণমাধ্যমে কথা বলতে পারবে না এবং ৩. ছেলে বা আইনজীবীর জিম্মায় থাকতে হবে।
মামলা সূত্রে জানা গেছে, নীলফামারীর এ মামলায় মোট আসামি ছিলেন নয়জন। এর মধ্যে একজন মারা গেছেন। অন্য আটজনের মধ্যে চারজন জেলহাজতে। আগামী ৭ জানুয়ারি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে।