তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প : রাষ্ট্রীয় শোক পালন করছে দেশ

Looks like you've blocked notifications!
তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা। ছবি : রয়টার্স

সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় সমবেদনা জানাতে আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।

গতকাল বুধবার এ সংক্রান্ত  একটি গেজেট জারি করেছে সরকার।

গেজেট অনুযায়ী, সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এছাড়া ভূমিকম্পে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হবে।

৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে অনেকের মৃত্যু ও আহত হওয়ার পর উদ্ধারকাজে যোগ দিতে তুরস্কে দুটি দল পাঠাচ্ছে বাংলাদেশ।