তুরস্ক থেকে দেশে ফিরল উদ্ধারকারী দল

Looks like you've blocked notifications!
ছবি : আইএসপিআর

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা শেষে দেশে ফিরেছে ৬১ সদস্যের উদ্ধারকারী দল।

গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার সময় বাংলাদেশে প্রত্যাবর্তন করেন তারা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রাথমিকভাবেতুরস্ক থেকে ১৫ ফেব্রুয়ারি   বাংলাদেশের উদ্ধারকারী দলের ফিরে আসার পরিকল্পনা ছিল। কিন্তু, উদ্ধার অভিযান আরও দীর্ঘায়িত করার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করে তুরস্ক। তাঁদের অনুরোধের পরিপ্রেক্ষিতে উদ্ধারকারী দল বাংলাদেশ সরকারের নির্দেশনায় আরও পাঁচ দিন বেশি অবস্থান করে এবং তুরস্কের ভূমিকম্পে দুর্গত মানুষের সহায়তায় নিয়োজিত থাকে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল তুরস্কের আদিয়ামান ও হাতেয় শহরে উদ্ধার অভিযান পরিচালনা করে। সেখানে তাঁরা উল্লেখযোগ্য সংখ্যক মরদেহ ও জীবত মানুষ উদ্ধার করতে সক্ষম হয়। একইসঙ্গে সশস্ত্র বাহিনীর মেডিকেল দল প্রায় ২৫০ জনকে চিকিৎসা সহায়তার পাশাপাশি ওষুধ প্রদান করে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে তাবু, শীতবস্ত্র এবং কম্বল বিতরণ করা হয়।’

ছবি : আইএসপিআর

উদ্ধারকারী দল ও মেডিকেল দলের কার্যক্রম এবং সফলতা দেশে বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে গাজীন্তেপ প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটিতে দুর্গত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশের পক্ষ থেকে গত ৮ ফেব্রুয়ারি ৬১ সদস্যের একটি সম্মিলিত দল পাঠানো হয়। প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী, ত্রাণ, ওষুধ, তাঁবু, শীতবস্ত্র, কম্বল এবং উদ্ধার সরঞ্জামসহ বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানযোগে তুরস্কে যায় তাঁরা। এ ছাড়া গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান দিয়ে সিরিয়ায় ভূমিকম্প দুর্গত মানুষের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্য সংখ্যক ত্রাণসামগ্রী পাঠানো হয়।