ত্রিশালে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি যাত্রীবাহী বাসের পেছনে ট্রাকের ধাক্কায় একই পরিবারের পাঁচজনসহ মোট সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার বিকেল ৩টায় উপজেলার চেলেরঘাট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
নিহত ব্যক্তিরা হলেন জেলার ফুলপুর উপজেলার ফজলুল হক ফজু (৩০), তাঁর স্ত্রী ফাতেমা (২৮), ছেলে আব্দুল্লাহ (১০), মেয়ে আজমিনা (৮) এবং ফজলুল হকের শ্বশুর নজরুল (৫০)। নিহত অপর দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দীন জানান, ঢাকা থেকে শেরপুরগামী একটি বাস ত্রিশালের চেলেরঘাট এলাকায় পৌঁছালে পেছন থেকে ময়মনসিংহগামী একটি বালুবাহী ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে বাসটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন ও পরে দুইজন মারা যায়।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। এ সময় পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর থেকে ওই বাস ও ট্রাকের চালক পলাতক রয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ। পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও অংশ নেয়।