‘দস্যুমুক্ত সুন্দরবন দিবস’ উদযাপনে রামপালে চলছে প্রস্তুতি
দস্যুমুক্ত সুন্দরবন দিবসের তৃতীয় বর্ষপূর্তিতে আগামীকাল সোমবার বাগেরহাটের রামপালে আত্মসমর্পণ করা সাবেক দস্যুদের পুনর্বাসন সহায়তা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন। এরপর থেকে র্যাবের আয়োজনে দিবসটি পালিত হয়ে আসছে।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কবীর হোসেন জানান, আগামীকাল বেলা ১১টায় রামপাল উপজেলা পরিষদ চত্বরে র্যাব ফোর্সেসের ব্যবস্থাপনায় এই পুনর্বাসন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, র্যাব-৬ ও র্যাব ৮-এর অধিনায়ক, বাগেরহাট জেলাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইউএনও আরও জানান, আত্মসমর্পণ করা ৩২৬ জন সাবেক দস্যুর হাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল তুলে দিবেন পুনর্বাসন সহায়তা সামগ্রী।
পুনর্বাসন সহায়তা হিসেবে আত্মসমর্পণ করা ৩২৬ জনকে দেওয়া হবে বসতঘর, দোকানঘর, নৌকা-ট্রলার ও গবাদি পশু। পুনর্বাসন সহায়তার বসত ও দোকানঘর সাবেক দস্যুদের পছন্দনীয় জায়গায় ইতিমধ্যে র্যাবের ব্যবস্থাপনায় নির্মাণ সম্পন্ন হয়েছে। তাদের হাতে তুলে দেওয়া হবে ঘর ও দোকানের চাবি। আর অনুষ্ঠানস্থলে প্রস্তুত রয়েছে নৌকা-ট্রলার, জাল ও গরু। যা আনুষ্ঠানিকভাবে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী তাদের হাতে তুলে দিবেন। এরমধ্যে ঘর পাচ্ছেন ১০২ জন, দোকান ৯০ জন ও ২০ জন পাচ্ছেন ট্রলার। আর বাকিরা পাচ্ছেন গবাদি পশু গরুসহ নানা সহায়তা।
পহেলা নভেম্বর দস্যুমুক্ত সুন্দরবন দিবসের তৃতীয় বর্ষপূর্তির অনুষ্ঠান সফল করতে রামপালে চলছে নানা প্রস্তুতি। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানস্থলে র্যাবের ব্যাপক কার্যক্রম চলছে। সেখানে কাজের তদারকি করছেন র্যাবসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।