আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন বাংলাদেশে সব ধর্মের ও গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে এবং সবার বসবাস উপযোগী দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ শনিবার (৮ নভেম্বর) এক নির্বাচনি জনসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আজকে অনেকে দূর-দূরান্ত থেকে এসেছে। তাদের একটা আশা সামনে আছে। সেই আশাটা হচ্ছে, আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে একটা নাগরিকের মর্যাদা নিয়ে বাঁচতে চাই। দেশের মানুষের মধ্যে বিভেদ না রাখার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বাংলাদেশকে সেইভাবে গড়ে তুলতে চাই যেখানে সব ধর্মের ও গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে। আমি একটা কথা বলতে চাই, এদেশটা আপনার, এই মাটি আপনার। একাত্তর সালে যখন আমরা যুদ্ধ করি, সেই যুদ্ধের সময়ে কিন্তু আমাদের মধ্যে কোনো পার্থক্য ছিল না। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, মুসলমান, পাহাড়ি সবাই একসঙ্গে আমরা দেশকে স্বাধীন করতে লড়াই করেছিলাম।’ মির্জা ফখরুল বলেন, আজকে আবার সেই মন্ত্রে উদ্দীপ্ত হয়ে আসুন সবাই, মানুষের বসবাস উপযোগী দেশে রূপান্তরিত করতে এক হই।
মতুয়া সম্প্রদায়ের দাবিগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আসুন আমরা সবাই বিএনপিকে বিজয়ী করি। আপনাদের দাবি-দাওয়া তখনই সম্ভব হবে যখন আমাদের নেতাকে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব দিতে পারব। আপনারা আজকে কী আমাদের কথা দিচ্ছেন।
এ সময় হিন্দু সম্প্রদায়ের উপস্থিত জনতা ‘হ্যাঁ’ সূচক জবাব দিলে বিএনপি মহাসচিব স্লোগান ধরেন, ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষের ভোট চাই’, ‘মতুয়া মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।’

নিজস্ব প্রতিবেদক