ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, কোন কোন এলাকায় দূষণ বেশি
রাজধানীর বাতাসের মান চরমভাবে অবনতি হয়েছে। বিশ্বের প্রধান দূষিত শহরগুলির তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ঢাকা।
আজ শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, ঢাকার সামগ্রিক বাতাসের মান সূচক দাঁড়িয়েছে ১৯১, যা ‘রেড’ জোনে অর্থাৎ ‘অস্বাস্থ্যকর’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত। কিন্তু ঢাকার ভেতরের কিছু কিছু এলাকায় এই দূষণের মাত্রা আরও ভয়াবহ— যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে।
ঢাকার অভ্যন্তরীণ এলাকার দূষণ পরিস্থিতি
রাজধানীর মহাখালীর আইসিডিডিআরবি এলাকার বাতাসের মান সূচক পৌঁছেছে ২২০-এ, যা সরাসরি ‘খুব অস্বাস্থ্যকর’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত। এই মাত্রার দূষণ দীর্ঘকাল ধরে শরীরের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। এছাড়া দক্ষিণ পল্লবীর বাতাসের স্কোর ১৯৬, ইস্টার্ন হাউজিং ১৯৩, পুরান ঢাকার বেচারাম দেউড়ি ও কল্যাণপুর ১৯১, বেজ এজওয়াটার আউটডোর ১৮৯, গোরান ১৭৭ এবং গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ১৭৭, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
এই পরিস্থিতিতে বায়ু দূষণ একটি গুরুতর জনস্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই উচ্চমাত্রার দূষণ ফুসফুসের রোগ, হৃদরোগ এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা সকলকেই এই সময়ে অবশ্যই মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।
এদিকে আজ বৈশ্বিক দূষণ তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি (৬৪৩), এরপর পাকিস্তানের লাহোর (৩৪৫)। ঢাকার ঠিক পরেই রয়েছে কুয়েত সিটি (১৮৯) এবং করাচি (১৮০)।

এনটিভি অনলাইন ডেস্ক