বিপজ্জনক লাহোরের বাতাস, দূষণের শীর্ষ তালিকায় ঢাকাও
বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান শহরগুলোর তালিকায় ভয়াবহ চিত্র উঠে এসেছে, যেখানে পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লির বায়ুমান বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকাও অস্বাস্থ্যকর বায়ু নিয়ে শীর্ষ দূষিত শহরের তালিকায় অবস্থান করছে।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) এয়ার কোয়ালিটি ইনডেক্সের লাইভ র্যাঙ্কিংয়ের তথ্য অনুযায়ী, লাহোরের বায়ুমানে চরম অবনতি দেখা গেছে। সকাল ৯টা ২ মিনিটে শহরটি ৪২১ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান শহরগুলোর শীর্ষে অবস্থান করে। এই স্কোরটি বাতাসের গুণগত মানের মানদণ্ডে ‘বিপজ্জনক’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত। যা স্থানীয় বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত দেয়।
অন্যদিকে, পার্শ্ববর্তী দেশ ভারতের রাজধানী দিল্লির পরিস্থিতিও সকালে ছিল চরম উদ্বেগজনক। সকাল ৮টা ৩১ মিনিটে দিল্লি ৬৪০ স্কোর নিয়ে শীর্ষে ছিল, যা বিপজ্জনক স্তরের থেকেও অনেক বেশি। তবে সকাল ৯টা ০২ মিনিটে দিল্লির স্কোর কিছুটা কমে ২৬৯ এ আসে, যা এখনো ‘খুব অস্বাস্থ্যকর’ শ্রেণিতে রয়েছে।
ঢাকার বায়ু পরিস্থিতি
এদিকে রাজধানী ঢাকার বায়ু পরিস্থিতিও অস্বাস্থ্যকর তালিকায় নাম লিখিয়েছে। আজ সকাল ৯টা ২ মিনিটে ১৯১ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে ছিল ঢাকা। যা নির্দেশ করে, ঢাকার বায়ু বর্তমানে ‘অস্বাস্থ্যকর’ শ্রেণিতে রয়েছে। এর আগে সকাল ৮টা ৩১ মিনিটে ঢাকা ছিল অষ্টম স্থানে, তখন স্কোর ছিল ১৪৭।
র্যাঙ্কিংয়ে থাকা অন্যান্য শহরগুলোর মধ্যে সকালে কলকাতা, করাচি ও উজবেকিস্তানের তাসখন্দও অস্বাস্থ্যকর বায়ুমান বজায় রেখেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দক্ষিণ এশিয়ায় শীত আসার আগে থেকেই বায়ু দূষণের এই প্রবণতা জনস্বাস্থ্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক