বিপজ্জনক দিল্লির বাতাস, ঢাকার কী পরিস্থিতি?

এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে বাতাসের মান দ্রুত অবনতি হওয়ায় দিল্লির পরিস্থিতি এখন ‘বিপজ্জনক’। অন্যদিকে, রাজধানী ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান শহরগুলোর তালিকায় ঢাকা আজ অষ্টম স্থানে উঠে এসেছে।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, দূষণের মাত্রায় শীর্ষস্থানে থাকা ভারতের রাজধানী দিল্লির বাতাসের মান ৬৪০ স্কোর রেকর্ড করা হয়েছে। এই মাত্রা নির্দেশ করে, দিল্লির বাতাস এখন ‘বিপজ্জনক’ পর্যায়ে রয়েছে। সাধারণত এয়ার কোয়ালিটি ইনডেক্স ৩০০ এর উপরে গেলেই সেটিকে চরম বিপজ্জনক বা ‘হ্যাজার্ডাস’ হিসেবে বিবেচনা করা হয়।
দূষণের এই তালিকায় ঢাকার অবস্থান অষ্টম। সকাল ৮টা ৩১ মিনিটে (স্থানীয় সময়) ঢাকার বাতাসের মান ছিল ১৪৭, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বা ‘কমলা’ ক্যাটাগরির কাছাকাছি। ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে এটিকে অস্বাস্থ্যকর ধরা হয়।
শীর্ষ দূষিত শহরগুলোর তালিকায় ২৬৪ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে। তৃতীয় স্থানে থাকা ভারতের কলকাতা শহরের বাতাসের মান ১৮৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।
এছাড়াও এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ভারতের আরেক শহর মুম্বাই, সেখানের বাতাসও ১৬৪ স্কোর নিয়ে অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, শীতকাল যত ঘনিয়ে আসছে, তাপমাত্রা কমায় এবং বায়ুতে আর্দ্রতার পরিমাণ বাড়ায় দূষিত কণাগুলো নিচের দিকে আটকে থাকে। ফলে এই সময়ে সাধারণত ঢাকার বাতাস আরও বেশি দূষিত হয়। বায়ু দূষণের কারণে সংবেদনশীল গোষ্ঠীর (শিশু, বয়স্ক এবং শ্বাসতন্ত্রের সমস্যা থাকা ব্যক্তি) নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এই অবস্থায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।