আজ রাজধানীর যেসব এলাকায় বায়ুদূষণ বেশি
রাজধানী ঢাকার বায়ু দূষণের চিত্র আজ কিছুটা স্বস্তিদায়ক অবস্থানে থাকলেও শহরের কিছু নির্দিষ্ট এলাকায় এখনও দূষণের মাত্রা বেশি রেকর্ড করা হয়েছে।
সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক বায়ু পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ শনিবার (১ নভেম্বর) সকাল ৮টা ১৭ মিনিটে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ছিল ২৯তম, যা দূষণের স্কেলে ‘সহনীয়’ বা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ক্যাটাগরির কাছাকাছি রয়েছে।
সামগ্রিকভাবে ঢাকার বাতাসের মানের কিছুটা উন্নতি দেখা গেলেও রাজধানীর কিছু নির্দিষ্ট এলাকায় এখনও বায়ু দূষণের মাত্রা বেশি রেকর্ড করা হচ্ছে। এ ধরনের পরিস্থিতি সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হতে পারে।
আইকিউএয়ার প্ল্যাটফর্মের মনিটরিং স্টেশনগুলোর তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, দূষণের মাত্রা বেশি থাকে এমন কয়েকটি প্রধান এলাকা হলো- পুরাতন ঢাকার বেচারাম দেউড়ি, যার দূষণের স্কোর ১০৭। অন্যদিকে কল্যাণপুর ৯২, ইস্টার্ন হাউজিং ৭৭, পল্লবী সাউথ ৭৭, বে’স এজওয়াটার আউটডোর ৭৩, গোরান ৬২, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ৬২ স্কোর নিয়ে দূষিত বায়ু ধারণ করছে।
এসব এলাকায় বাতাসে পিএম ২ দশমিক ৫ কণার ঘনত্ব অন্যদের চেয়ে বেশি থাকে। আবহাওয়াবিদ এবং পরিবেশ বিশেষজ্ঞদের মতে, শুষ্ক মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নির্মাণ কাজের ধুলো, যানবাহনের ধোঁয়া ও শিল্প কারখানার নির্গমনের কারণে এই অঞ্চলগুলোতে দূষণের মাত্রা দ্রুত বৃদ্ধি পায়।
সহনীয় বায়ু দূষণের এই পরিস্থিতিতে, সংবেদনশীল গোষ্ঠীর মানুষজন, যেমন শিশু, বয়স্ক ও শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত ব্যক্তিদের, বাইরের কার্যকলাপ সীমিত করার ও মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক