আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে দিল্লি
রাজধানী ঢাকায় বায়ুদূষণের মাত্রা দিনদিন বাড়ছে। বৃষ্টিপাতের দিনগুলোতে বায়ুমান স্বাভাবিক থাকলেও শুষ্ক মৌসুম এলেই বায়ুদূষণ বাড়তে থাকে। আজ রোববার (২৩ নভেম্বর) বিশ্বে বায়ুদূষণের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে শহরটি।
বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচক অনুযায়ী, আজ সকাল ৮টা ১০ মিনিটে শহরটির স্কোর ২১২, যা বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ নির্দেশ করে।
এছাড়া আজ ৪৬৩ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম (বিপজ্জনক) অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি ও ৩৩৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে অন্য শহর কলকাতা।
এছাড়া তালিকায় ২৩৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহের, ২৩০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি।
আরও পড়ুন: বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণজনিত সমস্যায় ভুগছে। শীতকালে এখানকার বায়ুমান সাধারণত সবচেয়ে খারাপ থাকে, আর বর্ষাকালে তুলনামূলকভাবে উন্নত হয়।
আরও পড়ুন: আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এসব মৃত্যুর প্রধান কারণ হলো স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট (সিওপিডি), ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণ।

এনটিভি অনলাইন ডেস্ক