দিনাজপুরে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো উপজেলার মনমথপুর ইউনিয়নের মনমথপুর ফ্যাক্টরি পাড়ার হাফিজুল ইসলমের মেয়ে মাহাবুবা (৭) এবং মিজানুর রহমানের মেয়ে মেহেবুবা (৬)। মাহাবুবা এবং মেহেবুবা সম্পর্কে চাচাতো বোন।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করে জানান, দুই চাচাতো বোন আজ বিকেলে বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে হঠাৎ নিখোঁজ হয় তারা। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের পায়নি। এরপর বিকেল ৫টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে দুজনের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে এলাকাবাসী তাদের লাশ উদ্ধার করে।