বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং হচ্ছে : খাদ্য উপদেষ্টা
 
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সারা দেশে ১৫ টাকা দরে ৫৫ লাখ পরিবার মাসে ৩০ কেজি করে চাল পাবে। এর মধ্যে রংপুর বিভাগে সাড়ে নয় লাখ পরিবারকে খাদ্যবন্ধব এ চাল দেওয়া হবে। প্রয়োজনে আরও বাড়ানো হবে।
আজ বুধবার (২০ আগস্ট) বেলা ১১টায় দিনাজপুর সার্কিট হাউজে রংপুর বিভাগীয় কমিশনার, আট জেলা প্রশাসক, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ও আট জেলার খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা শেষে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সাংবাদিকদের এ কথা বলেন।
খাদ্য উপদেষ্টা বলেন, আমরা বাজার স্থিতিশীল রাখতে দুই-তিনভাবে বাজার মনিটরিং করছি। চাল আমদানিকারকদের চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। তারা বিভিন্ন পথ দিয়ে চাল আমদানি ও বিক্রি করতে পারবেন।
খাদ্য উপদেষ্টা আরও বলেন, লাইসেন্স বিহীনভাবে ধান-চাল মজুদ করলে তাদের আইনের আওতায় আনা হবে। আমরা কাউকে ছাড় দেই না।
খাদ্য উপদেষ্টা আরও জানান, সরকার প্রতিকেজি চালে ২০ থেকে ২৫ টাকা ভর্তুকী দেয়। গত বছর চার টাকা ভর্তুকী দিয়ে ধান-চাল কেনা হয়েছে। কারণ কৃষকের খরচ বেড়েছে। দিনাজপুরে সিএসডি করার পরিকল্পনা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর, রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম প্রমুখ।

 
                   ফারুক হোসেন, দিনাজপুর
                                                  ফারুক হোসেন, দিনাজপুর
               
 
 
 
