দুদকের মামলায় ওসি প্রদীপের বিরুদ্ধে চার্জ গঠন
মেজর সিনহা হত্যা মামলায় বরখাস্ত হওয়া টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের বিরুদ্বে চার্জ গঠন করেছেন আদালত।
বুধবার দুপুরে চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুন্সি আবদুল মজিদ সাক্ষীগ্রহণের দিনক্ষ জানিয়ে বিচার শুরু আদেশ দেন। আগামী ১৭ জানুয়ারি থেকে মামলার সাক্ষ্যগ্রহণ করবেন আদালত।
এর আগে ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে দুদকের করা দুর্নীতির মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। দুদকের আইনজীবী মাহামুদুল হক জানান, অভিযোগপত্রে ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি গৃহিণী হলেও তার নামে রয়েছে চট্টগ্রাম শহরের পাথরঘাটা ও ষোলশহরে দুটি বাড়ি। কক্সবাজারে ফ্ল্যাট, চট্টগ্রাম শহরের মুরাদপুরে ওসি প্রদীপের নামে জায়গা, একাধিক বাড়িসহ নানা স্থাপনা। দুটি গাড়ি, ৪৫ ভরি স্বর্ণ, একাধিক ব্যাংক হিসাবসহ নানা স্থাবর ও অস্থাবর সম্পত্তি। গত বছরের ৬ আগস্ট থেকে ওসি প্রদীপ কুমার দাশ কারাগারে আছেন। তার স্ত্রী চুমকি এরপর থেকে পলাতক রয়েছেন।