দুর্নীতির মামলায় বাবুল চিশতিসহ ৩ জনকে অর্থদণ্ড
দুর্নীতির মামলায় মাহবুবুল হক চিশতি ওরফে বাবুল চিশতিসহ তিনজনকে ২০ লাখ টাকার বেশি জরিমানা (অর্থদণ্ড) করেছেন আদালত। মাহবুবুল হক চিশতি দি ফারমার্স ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান। আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ইকবাল হোসেন এই রায় ঘোষণা করেন।
আদালতসূত্রে জানা গেছে, এদিন বাবুল চিশতি ও কে এম শামীমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে পরে তাদের আবার পাঠানো হয় কারাগারে। এ ছাড়া অপর আসামি শাহ আজম জামিনে রয়েছেন।
নথি থেকে জানা গেছে, রায় বাবুল চিশতিকে নয় লাখ ২৪ হাজার ৬৭৩ টাকা, ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ কে এম শামীমকে পাঁচ লাখ ৬০ হাজার ২০২ টাকা এবং সাবেক ইভিপি ও হেড অব আইটি শাহ আজমকে পাঁচ লাখ ৭৪ হাজার ২৬৮ টাকা জরিমানা করা হয়েছে। এ অর্থ আগামী ৬০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত।
এজাহারে বাবুল চিশতির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, বিজনেস মিটিংয়ের নামে ২০১৭ সালের ১৯ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত লন্ডন ও সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ ভাতা বাবদ দি ফারমার্স ব্যাংক থেকে নয় লাখ ২৪ হাজার ৬৭৩ টাকা আত্মসাৎ করেন। এক্ষেত্রে তিনি ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করেছেন। এ অভিযোগে ২০১৮ সালের ৮ আগস্ট গুলশান থানায় বাবুল চিশতির বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক সহিদুর রহমান।
মামলাটি তদন্ত করে তিনজনকে অভিযুক্ত করে ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ২০২০ সালের ২১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।