দেশজুড়ে শৈত্যপ্রবাহ ও বৃষ্টি, জনদুর্ভোগ চরমে
মৃদু শৈত্যপ্রবাহ, সেইসঙ্গে বৃষ্টি—দুই মিলিয়ে বেড়ে গেছে জনদুর্ভোগ। আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। হাসপাতালে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। শীতকালীন সবজি নিয়ে বিপাকে পড়েছেন কৃষক।
টানা তৃতীয় দিন সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। কয়েক দিন ধরে উপজেলায় সূর্যের উঁকি দেখেনি কেউ। কুয়াশায় ঢাকা সবকিছু, দুর্ঘটনা এড়াতে যানবাহন চলছে আলো জ্বালিয়ে। জীবিকার তাগিদে ছুটে চলছে কর্মজীবী মানুষ।
উত্তরের জনপথ দিনাজপুরে হাড় কাঁপানো শীতে কাবু সাধারণ মানুষ। পঞ্চগড়ের পরেই দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা। চরম দুর্ভোগ পোহাচ্ছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ।
নোয়াখালীতে শীতের মধ্যে মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে শীতের তীব্রতা আরো বাড়িয়ে দিয়েছে হঠাৎ এ বৃষ্টি। ছিন্নমূল মানুষ পড়েছে ব্যাপক দুর্ভোগে।
সিরাজগঞ্জেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছে না। যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। শীতকালীন সবজি নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষক।
রংপুরে ঘন কুয়াশা আর কনকনে বাতাসে বিপর্যস্ত জনজীবন। বিশেষ করে ছিন্নমূল মানুষ গরম কাপড়ের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। দিনের বেলায় সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে।
রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহে জবুথবু মানুষ। রাস্তাঘাট অনেকটা জনশূন্য।
তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা জেলা। সপ্তাহজুড়ে চলা শৈত্যপ্রবাহের সঙ্গে গতকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশার কারণে মিলছে না সূর্যের দেখা।
নাটোরে বৃষ্টি নামার পর বেড়েছে কুয়াশা ও বাতাসের তীব্রতা। এ জেলায় প্রতিদিনই কমছে তাপমাত্রা।
কুষ্টিয়ায় তীব্র শীতের কারণে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ। ডায়রিয়া, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা।
এ ছাড়া ঝালকাঠি, ফরিদপুর, নওগাঁ ও কুড়িগ্রামে শীতে কাবু জেলাবাসী।

অনলাইন ডেস্ক