দেশব্যাপী ২১ আগস্ট গ্রেনেড হামলার নৃশংসতা স্মরণ
২১ আগস্ট গ্রেনেড হামলার নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল দিন আজ। ১৭ বছর আগে ২০০৪ সালের এই দিনে গ্রেনেড বিস্ফোরণে কেঁপে উঠেছিল ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ। আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে নারকীয় এই হামলা চালানো হয়। সেদিন মানুষের আর্তনাদ আর ছোটাছুটিতে তৈরি হয়েছিল এক বিভীষিকা। বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় বেশ কিছু নেতা সেদিন অল্পের জন্য এই ভয়াবহ হামলা থেকে বেঁচে যান। তবে নিহত হন আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন। এই হামলায় আরও ৪০০ জন আহত হন।
২১ আগস্ট গ্রেনেড হামলায় নৃশংসতা স্মরণ করে আজ শনিবার দেশব্যাপী দিবসটিতে নানা কর্মসূচি পালিত হয়েছে। নেত্রকোনা, জয়পুরহাট, শেরপুর, ঝিনাইদহ, খাগড়াছড়ি, মাগুরা, নরসিংদী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ঘৃণাভরে দিনটিকে স্মরণ করেছে দেশবাসী।
দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
ভজন দাস, নেত্রকোনা : নেত্রকোনায় নানা কর্মসূচিতে পালিত হয়েছে দিবসটি। দিবসটি উপলক্ষে সব শহীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে রাত ১২টা এক মিনিটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ঘাতকদের বিচারের দাবি জানিয়ে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান অভ্র, সাধারণ সম্পাদক খায়রুল হাসান লিটু, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সাইফুল্লাহ এমরান, সৈয়দ বজলুর রশীদ ও সারোয়ার আলম রোকন, স্বেচ্ছাসেবক লীগনেতা আব্দুল হান্নান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট : জয়পুরহাটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ। পরে সব শহীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কাকন রেজা, শেরপুর : শেরপুরে মানববন্ধন করেছে জেলা আওয়ামী লীগ। আজ দুপুরে শহরের রঘুনাথ বাজার এলাকায় এই মানববন্ধন হয়। এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম। মানববন্ধনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিজানুর রহমান, ঝিনাইদহ : ঝিনাইদহে নিহতদের স্মরণে নানা কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। আজ সকালে জেলা শহরের পায়রা চত্বর থেকে একটি শোকর্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শিল্পকলা একাডেমি চত্বরে শেষ হয়।
র্যালি শেষে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করেন নেতৃবৃন্দ।
আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি : খাগড়াছড়িতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ সকালে নারিকেল বাগান দলীয় অফিসে পতাকা উত্তোলন করা হয়। দলীয় কার্যালয়ে অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে এ ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানানো হয়।
পরে জেলা আওয়ামী লীগের সহসভাপতি কল্যাণ মিত্র বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। এ সময় আরও বক্তব্য দেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা এ হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে মামলার রায় কার্যকর করার জন্য সরকারের কাছে দাবি জানান।
শফিকুল ইসলাম শফিক, মাগুরা : মাগুরায় জেলা স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টার দিকে শহরের কলেজ সড়কের সোনালী ব্যাংকের সামনে মানববন্ধন করে স্বেচ্ছাসেবক লীগ। এ সময় বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক শেখ সালাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম প্রমুখ।
বিশ্বজিৎ সাহা, নরসিংদী : গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে দোয়া, মিলাদ ও গণভোজের আয়োজন করেছে নরসিংদী জেলা, সদর ও শহর তাঁতী লীগ। আজ দুপুরে নরসিংদীর শেরে বাংলা ক্লাবে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় শহরের ছিন্নমূল ও বিভিন্ন এতিমখানার প্রায় দুই হাজার শিশু ও শিক্ষার্থীর মধ্যে খাদ্য বিতরণ করা হয়।
জেলা তাঁতী লীগের আহ্বায়ক কায়কোবাদ হোসেন কানুর সভাপতিত্বে দোয়া ও গণভোজ অনুষ্ঠানে শহর আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আশরাফ হোসেন সরকার, মুক্তিযোদ্ধা লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মনসুর আহমেদ, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সভাপতি সবুজ আলীসহ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মো. মাসুদ পারভেজ, নোয়াখালী : দিনটি উপলক্ষে আজ নোয়াখালীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী পৌরসভা প্রাঙ্গণের আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মেয়র শহীদ উল্লাহ খান সোহেল। এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কে এম সবুজ, ঝালকাঠি : শনিবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জেলা আওয়ামী লীগ। মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল জলিল। এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, জেলা মহিলা লীগের আহ্বায়ক ইসরাত জাহান সোনালী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, আওয়ামী লীগনেতা আবু সাইদ খান ও জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক।
পরে আসর বাদ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ আব্দুর রশীদ দোয়া মোনাজাত পরিচালনা করেন।
রশিদ আল মুনান, পিরোজপুর : দিবসটিকে স্বরণ করে দোয়া মাহফিলের আয়োজন করেছে পিরোজপুর জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে শনিবার বিকেল সাড়ে ৫টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক কানাই লাল, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহমেদ, তোফাজ্জেল মল্লিক স্বপন, রেজাউল করিম মন্টু।