দেশে দুই কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত

মহান স্বাধীনতা দিবস ও বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন, ‘দেশে দুই কোটির বেশি লোক কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। দিন দিন কিডনি রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে ৫০ লাখের বেশি কিডনি বিকল রোগীর সংকটাপন্ন অবস্থায় চিকিৎসার অভাবে অকালমৃত্যু হবে।’
আজ বুধবার রাজধানীর মগবাজারে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে এ মতবিনিময় সভা হয়।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. এম ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির সাবেক পরিচালক অধ্যাপক ডা. মো. ফিরোজ খান, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের কিডনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এহতেশামুল হক এবং হাসপাতালের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন।
অধ্যাপক ফিরোজ খান বলেন, ‘ডব্লিউএইচও’র তথ্য অনুযায়ী মৃত্যুঘাতী হিসেবে কিডনি রোগের অবস্থান দুই যুগ আগে ছিল ২৭তম, বর্তমানে এটা দাঁড়িয়েছে ৭ম এবং ২০৪০ সালে ৫ম অবস্থানে পৌঁছাবে।’
ফ্রি মেডিকেল ক্যাম্প
মতবিনিময় সভায় মাসব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের কর্মসূচি ঘোষণা করে অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার থেকে ৯ এপ্রিল পর্যন্ত চিকিৎসকেরা বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ দিবেন। কিডনি সম্পর্কিত ইউরিন আরই এবং সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা ফ্রি করা হবে। এ ছাড়াও এক হাজার টাকার প্যাকেজে (আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, সিবিসি, ইউরিন আরই ও সিরাম ক্রিয়েটিনিন) হেলথ চেকআপ করা হবে।’
অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম আরও বলেন, ‘হাসপাতালের পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে এবং ৫০ শতাংশ ছাড়ে প্যাকেজে কিডনির পাথরের অপারেশন করা হবে। পাঁচ জন হতদরিদ্র রোগীকে এক বছর পর্যন্ত ডায়ালাইসিস ফ্রি করা হবে। ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে শিশু বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা বিনামূল্যে রোগী দেখা হবে এবং পাঁচ জন হতদরিদ্র গরিব শিশুর প্রস্রাবের রাস্তার জন্মগত ত্রুটির অস্ত্রোপচার বিনামূল্যে করা হবে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা বিনামূল্যে রোগী দেখা হবে এবং পাঁচ জন হত দরিদ্র গরিব রোগীর প্রোস্টেট অস্ত্রোপচার বিনামূল্যে করা হবে।’