দেশে ফিরলেন রওশন এরশাদ

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। ফাইল ছবি
দ্বিতীয় দফায় প্রায় পাঁচ মাস থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
আজ রোববার দুপুর ১২টা ২৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
রওশন এরশাদের প্রেস উইংয়ের সদস্য কাজী লুৎফুল কবীর সাংবাদিকদের বলেন, ম্যাডামকে বহনকারী প্লেনটি দুপুর ১২টা ২৫ মিনিটে ঢাকা বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ তিনি বাসায় ফিরেন। ম্যাডামকে স্বাগত জানাতে নেতাকর্মীরা বিমানবন্দর এলাকায় জড়ো হন।
সংশ্লিষ্ট সংবাদ: রওশন এরশাদ
১৭ ডিসেম্বর ২০২২
০৬ অক্টোবর ২০২২
০৫ জুলাই ২০২২