নেতাকর্মীদের অনুরোধে ফের নির্বাচনের ঘোষণা দিলেন মাসুদ
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ আগের সিদ্ধান্ত পরিবর্তন করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। দলীয় নেতাকর্মীদের ধারাবাহিক অনুরোধ ও আন্দোলনের মুখে তিনি এই সিদ্ধান্ত নেন।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জে তার ব্যবসা প্রতিষ্ঠান মডেল ডি ক্যাপিটালস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে মহানগর বিএনপির নেতাকর্মীদের ঘেরাও কর্মসূচিতে উপস্থিত হয়ে মাসুদুজ্জামান মাসুদ এ ঘোষণা দেন।
মাসুদুজ্জামান মাসুদ বলেন, ‘আমি এখান থেকে ঘোষণা দিচ্ছি- ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয়তাবাদী দল যে সিদ্ধান্ত দেবেন, আমি সেই সিদ্ধান্তের সঙ্গেই একমত থাকব। আমি জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেয়েছি এবং ইনশাআল্লাহ নির্বাচন করবো।’
মাসুদ আরও বলেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা এবং সবার আগে বাংলাদেশ। এই স্লোগানকে ধারণ করেই আমি বলতে চাই- আপনাদের ভালোবাসা আমি পেয়েছি, আর সেই ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। একই সঙ্গে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী।’
এর আগে ১৬ ডিসেম্বর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নির্বাচন না করার ঘোষণা প্রসঙ্গে মাসুদুজ্জামান বলেন, ওই ঘোষণার কারণে জাতীয়তাবাদী দল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির নেতৃবৃন্দসহ সারা দেশের বিএনপির নেতাকর্মীরা কষ্ট পেয়েছেন। এজন্য তিনি সবার কাছে নিঃস্বার্থভাবে ক্ষমা চান।
নেতাকর্মীদের উদ্দেশ্যে মাসুদ বলেন, আজ থেকে আপনারাই আমার পরিবার। আপনারাই আমাকে দেখে রাখবেন, আপনারাই আমার নিরাপত্তা। আজ থেকে আর কোনো নিরাপত্তা শঙ্কা নেই।
গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন মাসুদুজ্জামান মাসুদ। এরপর থেকেই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা টানা কয়েকদিন বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা ‘মাসুদ ভাইয়ের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে’, ‘মাসুদ ভাইয়ের সিদ্ধান্ত মানি না, মানবো না’—এমন স্লোগান দেন। এ সময় কয়েকজন নেতাকর্মীকে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়। পাশাপাশি সিদ্ধান্ত পরিবর্তন না হলে তার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান ঘেরাওয়ের ঘোষণাও দেন কয়েকজন নেতা।
শেষ পর্যন্ত নেতাকর্মীদের আবেগ ও দাবির প্রতি সাড়া দিয়ে নির্বাচনে থাকার ঘোষণা দেন বিএনপির এই প্রার্থী।

তারেক স্বপন, নারায়ণগঞ্জ