দেশে শিষ্টের দমন আর দুষ্টের লালন চলছে : জি এম কাদের
‘আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও দেশে কোনো গণতন্ত্র নেই, একনায়কতন্ত্র চলছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। তিনি বলেন, দেশে ‘শিষ্টের দমন আর দুষ্টের লালন চলছে।’
আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জের সিংগাইরে দলের প্রেসিডিয়াম সদস্য এস এম আব্দুল মান্নানের বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দেন জি এম কাদের। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
জিএম কাদের বলেন, ‘দেশে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এখন দুষ্টের দমন আর শিষ্টের লালনের পরিবর্তে শিষ্টের দমন আর দুষ্টের লালন চলছে। তাই নির্বাচনের মাধ্যমে শুধু মানুষের মুখ পরিবর্তন হলে দেশের ভাগ্য ফিরবে না, যদি দেশ থেকে চাঁদাবাজি, দুর্নীতি দুঃশাসন বন্ধ করা না হয়।’
জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘কারও দয়াদাক্ষিণ্যে এমপি-মন্ত্রী হলে তাতে কোনো সম্মান নেই। গণমানুষের ভোটে নির্বাচিত হওয়ার মধ্যেই প্রকৃত সম্মান। তাই আগামী নির্বাচনে ৩০০ আসনেই একক প্রার্থী দিতে চান তারা।
এ সময় জাতীয়পার্টির কো-চেয়ারম্যান ও জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট সালমা ইসলাম, মহাসচিব মজিবুল হক চুন্নু, সংসদ সদস্য শেরীফা কাদের, প্রেসিডিয়াম সদস্য এস এম আব্দুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।