নওগাঁয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
নওগাঁয় দেশি আগ্নেয়াস্ত্র ও মাদকসহ মাসুদ করিম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
আজ শুক্রবার (১৭ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মাসুদ করিমের বাড়ি জেলার পত্নীতলা উপজেলার মোল্লাপাড়া গ্রামে।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মাসুদ করিম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং অবৈধ অস্ত্র ব্যবহার করেন বলে জানতে পারে র্যাব। এরপর গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে র্যাব-৫, সিপিসি-৩ (জয়পুরহাট) এর একটি দল মোল্লাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাসুদ করিমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী একটি ওয়ান শুটারগান ও ২৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।’
গ্রেপ্তারকৃত মাসুদ করিমের বিরুদ্ধে নওগাঁ জেলার পত্নীতলা থানায় অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।

আসাদুর রহমান জয়, নওগাঁ