নওগাঁয় চালের বাজার স্থিতিশীল : জেলা প্রশাসক
দেশের বৃহৎ পাইকারি ধান-চালের আড়ত নওগাঁয় বাজার দর স্থিতিশীল রাখতে অভিযানে নেমেছে জেলা প্রশাসন। অবৈধ মজুদদারদের বিরুদ্ধে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার কঠোর হুঁশিয়ারি দেওয়ার পর নড়েচড়ে বসেছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। ধান-চালের মজুদ ও বাজার দর পরিস্থিতি যাচাইয়ে এই অভিযান শুরু করেছেন তাঁরা।
আজ বুধবার বিকেলের নওগাঁর সর্ববৃহৎ পাইকারি ধান-চালের আড়ত, আলুপট্টি বাজার ও গোস্তহাটির মোড়ে খুচরা চাল বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
এ সময় চালের বিভিন্ন পাইকারি আড়ত ও খুচরা বাজার ঘুরে ঘুরে দাম যাচাই করেন জেলা প্রশাসক। এ সময় মিল গেট, পাইকারি ও খুচরা পর্যায়ে মজুদ ও দর পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।
ধান-চালের বাজারে অভিযানের সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুহতাছিন রহমান, নওগাঁ ধান-চাল আড়তদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি নিরোদ বরণ সাহা চন্দন, সহকারী খাদ্য নিয়ন্ত্রক মো. মোহাজের হাসান, সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মো. আমিনুল কবির, জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসের খাদ্য পরিদর্শক মো. আতিকুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, চালের বাজার স্থিতিশীর রাখতে নিয়মিত মনিটরিংয়ের মধ্যে রাখা হচ্ছে। যেখানে অবৈধ ভাবে মজুদ ধরা পড়ছে, সেখানেই জরিমানা করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি মিলে জরিমানা করা হয়েছে। বর্তমানে নওগাঁয় চালের বাজার স্থিতিশীল রয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, যেসব আড়তদার রয়েছেন তারা আমাদের কাছে ওয়াদা করেছেন প্রতিনিয়ত মজুদ পরিস্থিতির প্রতিবেদন পাঠাবেন। যারা ক্লিন ব্যবসা করেন তারা যেন লাইসেন্স করেন এবং এর আওতাভুক্ত হন, সেই বিষয়েও আমরা পদক্ষেপ গ্রহণ করছি।