নওগাঁয় পাঁচ কোটি টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার
নওগাঁর ধামইরহাট উপজেলায় প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের সপ্তম শতাব্দীর একটি প্রাচীন শিবলিঙ্গ উদ্ধার করেছে র্যাব-৫। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আগ্রাদ্বিগুণ ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রাম থেকে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়েছে।
আজ বিকেলে র্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
র্যাব-৫ জানায়, আজ সকালে ধামইরহাট আগ্রাদ্বিগুণ ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামের ধন মুহাম্মদের বাড়ির উঠানের সামনে খননকালে একটি শিবলিঙ্গ পাওয়া যায়। এরপর স্থানীয়দের খবরে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি দলের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. ওমর আলীর নেতৃত্বে সেখান থেকে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে প্রত্নতন্ত বিভাগের আওতায় নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘরে এ শিবলিঙ্গটি জমা দেওয়া হবে বলে র্যাব জানায়।
উল্লেখ্য, উদ্ধারকৃত শিবলিঙ্গটি প্রাচীন পাল আমলের। সপ্তম শতাব্দীর বৌদ্ধ সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘গৌরি পত্ত’ শিবলিঙ্গটি। এটির দৈর্ঘ্য-৭৮ ইঞ্চি, ব্যাস ২৪ ইঞ্চি ও ওজন ১০৩ কেজি। যার মূল্যে আনুমানিক পাঁচ কোটি টাকা।