সাভারে কষ্টিপাথরের মূর্তিসহ গ্ৰেপ্তার ১

সাভারের হেমায়েতপুরে ফুটওভার ব্রিজের নিচে অভিযান চালিয়ে কষ্টিপাথর এই বিষ্ণুমূর্তিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি
সাভারে ১৬৫ কেজি ওজনের কষ্টিপাথর একটি বিষ্ণুমূর্তিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (১০ অক্টোবর) সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।
ওসি জানান, রাতে সাভারের হেমায়েতপুরে কষ্টিপাথর বেচা কেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। পরে হেমায়েতপুরের ফুটওভার ব্রিজের নিচে অভিযান চালিয়ে কষ্টিপাথরের মূর্তিসহ দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার গোয়ালমারী এলাকায়।
ওসি আরও জানান, বিদেশে পাচারের উদ্দেশে কষ্টিপাথরের মূর্তিটি সেখানে বেচাকেনা হওয়ার কথা ছিল। দুপুরে গ্রেপ্তার করা ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
উদ্ধার কারা কষ্টিপাথরটির মূল্য এক কোটি ২০ লাখ টাকা বলেও জানিয়েছেন ওসি।