নতুন বছরে বেড়েছে ডিমের দাম
নতুন বছরে দেশের বাজারে আবারও বেড়েছে ডিমের দাম। একই সঙ্গে সপ্তাহের ব্যবধানে আদা-রসুনের দামও বেড়েছে। আজ শুক্রবার (১৩ জানুয়ারি) রাজধানীর কারওয়ানবাজার, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, মতিঝিলসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এ চিত্র।
কারওয়ানবাজারে দেখা গেছে, লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৩০ টাকা দরে। যা গত সপ্তাহে ১১৫-১২০ টাকা ডজন ছিল। অন্যদিকে দেশি মুরগি ও হাঁসের ডিমের দামও বেড়েছে। প্রতি হালি হাঁসের ডিম বিক্রি হচ্ছে ৭৫ টাকা দরে। একইভাবে দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকায়।
অন্যদিকে, সপ্তাহের ব্যবধানে বেড়েছে আদা-রসুনের দাম। বাজারে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ১৫০-২০০ টাকায়। যা ১২০-১৪০ টাকার মধ্যে ছিল। এছাড়া ৮০-১০০ টাকার মধ্যে থাকা রসুনের দাম এখন ১২০-১৫০ টাকা উঠেছে।
চলতি সপ্তাহে দাম বাড়েনি দেশি ও ব্রয়লার মুরগির। গত সপ্তাহের মতোই চলতি সপ্তাহে একই দামে বিক্রি হচ্ছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৪০-১৫০ টাকা, পাকিস্তানি ব্রয়লার প্রতি কেজি ২২০ টাকা ও দেশি মুরগি প্রতি কেজি ৪০০ টাকা করে বিক্রি হচ্ছে।
বাজারে ফুলকপি ও বাধাঁকপি বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। শালগম প্রতি কেজি ২০ টাকা, গাজর ৪০ টাকা, সিম ৫০ থেকে ৬০ টাকা, বেগুন ৩০ টাকা, দেশি টমেটো ৫০ টাকা ও শসা ৪০ টাকা ও পেঁপে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।