নরসিংদীতে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সম্পাদকের কুশপত্তলিকা দাহ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও কটূক্তি করার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার বিকেলে নরসিংদী পৌর শহরের শিক্ষা চত্বর এলাকায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমনের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিল করা হয়।
এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল ও কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের কুশপুত্তলিকা দাহ করা হয়। তাদের নরসিংদী জেলায় অবাঞ্ছিত ঘোষণাও করে জেলা ছাত্রলীগ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে উন্নয়নের মহাসাগরে বিরাজ করছে। বাংলাদেশের এই অভূতপূর্ব উন্নয়ন দেখে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে। তারা জনগণের কাছ থেকে বিতারিত হয়ে বঙ্গবন্ধুর কন্যাকে নিয়ে কটূক্তি করছে। স্বেচ্ছাসেবক দলের সধারণ সম্পাদক আরেকটি ১৫ আগস্ট ঘটাতে চাচ্ছে। ছাত্রদল সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে দেশের সুন্দর পরিবেশ অস্থিতিশীল করতে চাচ্ছে। তারা ঢাকায় নিরীহ ছাত্রদের উপর সন্ত্রাসী কার্যকলাপ করছে। যা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিহত করে যাচ্ছে।’
বক্তারা বলেন, ‘আমরা ছাত্রদলের সন্ত্রাসীদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, সারা বাংলাদেশের আশার আলো শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করো না। তোমাদের উচিত জবাব দিতে বাংলাদেশ ছাত্রলীগই যথেষ্ট।’
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল আলম একমি, সধারণ সম্পাদক রাকিব হাসান, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম সিফাত, নরসিংদী জেলা ছাত্রলীগনেতা জুবায়ের সরকার, মনোহরদী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ইমন আলম, শিবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল মিয়া, সাধারণ সম্পাদক ফাজায়েল, পলাশ ছাত্রলীগের সভাপতি রনি প্রধান, ঘোড়াশাল পৌরসভা ছাত্রলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, সাধারণ সম্পাদক নোমান আহমেদ রাজাসহ বিভিন্ন উপজেলা ছাত্রলীগের নেতারা।