নাটোরে নষ্ট চাল মজুতের দায়ে তিন ব্যবসায়ীর সাজা
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নষ্ট চাল মজুদ রাখার অপরাধে তিন ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আব্দুর রহমান সরদার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
আদালত পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম জানান, ২০১১ সালের ৮ জুলাই বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর এলাকার চাল ব্যবসায়ী অমূল্য চন্দ্র সরকারের চাতালে অভিযান চালিয়ে বিপুল দুর্গন্ধযুক্ত নষ্ট চাল জব্দ করে প্রশাসন। এ ঘটনায় স্যানিটারি ইনস্পেক্টর সঞ্জয় সরকার বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
সাক্ষ্য ও প্রমাণ শেষে আদালত বিচারক ব্যবসায়ী অমূল্য সরকারকে পাঁচ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন। সেইসঙ্গে তাঁর দুই সহযোগী আব্দুল লতিফ ও গোলাম রসুলকে তিন বছর করে কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেন বিচারক।