নাটোরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ১১ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটেছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছে ওই ।
বড়াইগ্রাম থানার মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে বড়াইগ্রাম উপজেলার দিনমজুর বাবার ওই মানসিক প্রতিবন্ধী শিশু কন্যা বাড়ির পাশে বসে খেলা করছিল। এ সময় আবু তালেব নামে এক প্রতিবেশী শিশুটিকে পাশের মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বাড়ি ফিরে শিশুটি তার মাকে ঘটনাটি জানিয়ে দেয়। পরে প্রতিবন্ধী ওই শিশুর মা-বাবা ঘটনাটি গ্রামের মাতব্বরদের জানান। গ্রামের মাতব্বরদের পরামর্শে গতকাল রাতেই শিশুটির মা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেন।
অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার ও মামলার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আসামি পালাতক থাকায় এখনো তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তারে পুলিশ সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।