নায়ক ইমনকে অপরিচিত নম্বর থেকে কল, জানালেন ডিবিতে
চিত্রনায়ক মামনুন হাসান ইমন আবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে গিয়েছিলেন। ইমনের দাবি, তাঁর মুঠোফোনে অপরিচিত অনেক নম্বর থেকে কল আসছে। এই তথ্য জানাতেই তিনি ডিবি কার্যালয়ে গিয়েছেন।
আজ মঙ্গলবার বিকেল তিনটা ২০ মিনিটে ইমন এনটিভি অনলাইনকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘ফোনকলে অতিষ্ঠ হয়ে আমি পুনরায় ডিবিতে এলাম। ৩০ মিনিট আগে এখানে এসেছি। কিছুক্ষণের মধ্যেই আবার বের হয়ে যাব।’
মামনুন হাসান ইমন বলেন, ‘গতকাল রাতে যখন ডিবিতে গিয়েছিলাম, তখন আমাকে বলা হয়েছিল; কোনো ঝামেলা বোধ করলেই যেন তাদেরকে জানানো হয়। আমি সকালে ডিবিতে ফোন দিলাম। তখন আমাকে সামনা-সামনি গিয়ে বিষয়টি ভালো করে জানাতে বলা হল। সেজন্য আবার গিয়েছি। দেশি-বিদেশি নানা নম্বর থেকে আমার মোবাইলে কল আসছে। কিন্তু, আমি সেসব ফোনকল ধরিনি।’
এর আগে সোমবার রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সম্প্রতি ফাঁস হওয়া ফোনালাপের ঘটনাকে কেন্দ্র করে মামনুন হাসান ইমনকে জিজ্ঞাসাবাদ করে ডিবি।
জিজ্ঞাসাবাদের ব্যাপারে জানতে চাইলে আজ মঙ্গলবার সকালে ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) হারুন অর রশিদ এনটিভি অনলাইনকে বলেছিলেন, ‘ইমনকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর কাছে ফাঁস হওয়া ফোনালাপের বিষয়ে জানতে চাওয়া হয়েছে। পরে রাতেই তাঁকে ছেড়ে দেওয়া হয়।’
হারুন অর রশিদ বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কার কী দোষ, সেটা যাচাই-বাছাই করছি। কারণ, যে ফোনে মাহির সঙ্গে ডা. মুরাদ হাসানের কথা হয়েছিল, সেটি ইমনের ফোন ছিল। ইমনও আমাদের অনেক তথ্য জানিয়েছেন। এ বিষয়ে প্রয়োজন হলে পুনরায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। মাহি সৌদি আরব থেকে ফিরলে তাঁর কাছেও জানতে চাওয়া হবে।’
এ বিষয়ে মামনুন হাসান ইমন এনটিভি অনলাইনকে বলেছিলেন, ‘আমি নিজেই গতকাল রাতে ডিবি কার্যালয়ে গিয়েছিলাম। কারণ, এখন মানুষ এ বিষয়টি নিয়ে নানাভাবে কথা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে কথা বলছেন। এমন হতেই পারে, আমার ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলো হ্যাক হতে পারে। আমার এসব শঙ্কার জায়গাগুলো থেকে মূলত আমার সাইবার নিরাপত্তার বিষয়ে কথা বলতে যাওয়া সেখানে।’
ইমন আরও বলেন, ‘তারপর ডিবি থেকে এসব বিষয়ে আমার কাছে জানতে চাওয়া হয়, ফোনালাপটি ফাঁস হলো কীভাবে; আমার দায় আছে কি না। যা ঘটনা আমি বলেছি। আমার এখানে কোনো দোষ নেই, সেটাও জানিয়েছি। তখন ডিবি থেকে আমাকে চিন্তা না করার জন্য বলা হয়েছে। আমি এমন কোনো দোষ করিনি, যে আমাকে তলব করবে। আমিই আমার নিরাপত্তার বিষয়ে কথা বলতে গিয়েছিলাম।’