নিউ মার্কেট এলাকা স্বাভাবিক, খুলেছে দোকানপাট
রাজধানীর নিউ মার্কেটের দোকানপাট খুলতে শুরু করেছে। শুধু নিউ মার্কেট নয়, আশপাশের মার্কেটগুলোর দোকানও খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এসব দোকানপাট খুলতে দেখা যায়।
নিউ মার্কেটের পাঞ্জাবির দোকানি রহমাত উল্লাহ জানান, তিনি দোকান খুলেছেন। তবে এখনও ভয় কাটেনি তাঁর। তিনি বললেন, ‘এ কয়েক দিনে আমার অনেক ক্ষতি হয়েছে। ঈদের আগে আগে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় সবারই লোকসান হয়েছে।’
অন্যদিকে, ফুটপাতের দোকানি ইবাদুল হোসেন জানান, গতকাল বুধবার রাতে নিউ মার্কেট খোলার সিদ্ধান্ত হলেও ফুটপাতের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সকাল থেকে ভয়ে ভয়ে ছিলেন তিনি। তবে, শেষমেশ ফুটপাতের দোকানও খুলতে শুরু করেছে।
এর আগে বুধবার রাতে ঢাকা কলেজের শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসন এবং নিউ মার্কেট দোকান মালিক সমিতির মধ্যে হওয়া বৈঠকে মার্কেট খোলার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়, সংঘর্ষে নিহত ব্যক্তিদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেবেন ব্যবসায়ীরা। আর, ভবিষ্যতে যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে গঠন করা হবে মনিটরিং সেল।
এ ছাড়া, দীর্ঘ চার ঘণ্টা বৈঠকে দোষীদের চিহ্নিত করে শাস্তি প্রদান, সংঘর্ষে হতাহতদের জন্য ক্ষতিপূরণসহ, ব্যবসায়ী ও কর্মচারীদের আচরণে শৃঙ্খলা আনতে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
গত সোমবার রাত ১২টায় শুরু হয় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। আড়াই ঘণ্টা সংঘর্ষের পরদিন মঙ্গলবার দিনভর নিউ মার্কেট এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলে। সংঘর্ষের কারণে নিউ মার্কেটসহ আশপাশের সব দোকানপাট বন্ধ ছিল। গতকাল বুধবারও বন্ধ ছিল মার্কেট। গতকাল দুপক্ষ ছিল মুখোমুখি অবস্থানে। ঢাকা কয়েজ এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। তবে, সংঘর্ষে জড়ায়নি কোনো পক্ষই। অবশেষে আজ সকাল ১০টা থেকে নিউ মার্কেটসহ আশপাশের মার্কেটগুলো খুলতে শুরু করেছে।