‘ঢাকা ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের ঝামেলা হতে কোনো কারণ লাগে না’
রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আকস্মিক উত্তেজনার ঘটনায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম। তিনি বলেন, ‘এমন ঘটনা হতাশাজনক। আমি আগেও বলেছি, এদের মধ্যে ঝামেলা হতে কোনো কারণ লাগে না।’
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন বেলা ১১টার দিকে ঢাকা কলেজের একটি বাসে হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাসুদ আলম বলেন, ‘গত ২০ দিন আগে দুই কলেজের মধ্যে উত্তেজনা কমাতে পুলিশের মধ্যস্থতায় ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক হয় এবং সমঝোতার ভিত্তিতে একটি ‘শান্তি চুক্তি’ করা হয়। কিন্তু অল্প সময়ের মধ্যেই ফের এমন ঘটনা হতাশাজনক। আমি আগেও বলেছি, এদের মধ্যে ঝামেলা হতে কোনো কারণ লাগে না।’
রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, ‘ঢাকা কলেজ, সিটি কলেজ এবং আইডিয়াল কলেজ—এই তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান কাছাকাছি হওয়ায় প্রায়ই শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ পরিস্থিতি বিবেচনায় আমরা তিন কলেজের প্রিন্সিপাল ও শিক্ষার্থীদের নিয়ে কয়েক দফা বৈঠক করেছি। শান্তি চুক্তির পর মাত্র ২০ দিনের মাথায় আবার এমন ঘটনা ঘটল।’
মাসুদ আলম বলেন, ‘আজ সকালে ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা হামলা করেছে বলে প্রাথমিকভাবে জানা যায়। এর প্রতিক্রিয়ায় ঢাকা কলেজের অনেক শিক্ষার্থী আইডিয়ালের দিকে এগোলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পৌঁছে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা আইডিয়াল কলেজের প্রশাসন ও ক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে হামলার কারণ, কারা প্রথম আক্রমণ করেছে, কোনো বহিরাগত যুক্ত আছে কি না, এসব বিষয় আমরা খতিয়ে দেখছি। সংশ্লিষ্টরা ভিডিও বা যেকোনো প্রমাণ দিলে তা তদন্তে সহায়ক হবে। এখন পরিস্থিতি শান্ত, তবে আমরা সতর্ক আছি।

নিজস্ব প্রতিবেদক