নিখোঁজ মেয়ের সন্ধানে স্টেশনে এসে হারানো টাকা ফেরত পেলেন মোকছেদুর
দিনাজপুরের ফুলবাড়ী রেল স্টেশনে মো. মোকছেদুর রহমানের (৭০) হারিয়ে যাওয়া সাড়ে ১৭ হাজার টাকা ফেরত দিলেন স্থানীয় মো. আক্কাস আলী মন্ডল।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ পলাশবাড়ী গ্রামের মো. মোকছেদুর রহমানের মেয়ে মোছা. মুরতুজা বেগম (৪২) এক মাস আগে হারিয়ে যান। মেয়েকে খুঁজতে বিভিন্ন স্টেশনে এক মাস ধরে খোঁজাখুজি করে বেড়ান মোকছেদুর। গতকাল বৃহস্পতিবার আনুমানিক বিকেল সাড়ে ৫টায় ফুলবাড়ী রেল স্টেশনে মোকছেদুর রহমানের পকেট থেকে লাল ব্যাগে রাখা সাড়ে ১৭ হাজার টাকা পড়ে যায়। আক্কাস আলী মন্ডল স্টেশনের টয়লেটের পাশের রাস্তা দিয়ে যেতে থাকলে লাল রঙের ব্যাগটি কুড়িয়ে পান। পরবর্তীতে স্থানীয় মো. অন্তর হোসেন ও মো. রুমেল হোসেনের সঙ্গে বিষয়টি নিয়ে পরামর্শ করেন। এক পর্যায়ে ব্যাগ খুলে দেখেন কাগজপত্র, জাতীয় পরিচয়পত্র ও আরও অন্যান্য চিকিৎসাপত্রের কাগজসহ ১৭ হাজার ৫০০ টাকা রয়েছে। আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে মো. রুমেল হোসেন মোকছেদুর রহমানকে স্টেশনে দেখতে পেয়ে জাতীয় পরিচয়পত্র দেখে শনাক্ত করেন। এরপর বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করলে মোকছেদুর রহমান জানান, তাঁর মেয়ে এক মাস আগে নিখোঁজ হয়। মেয়েকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েন তিনি।
হারানো জিনিসপত্রের বিবরণ জানতে চাইলে এবং টাকার পরিমাণ জিজ্ঞাসা করলে হারানো জিনিসের সত্যতা পাওয়া যায়। শুক্রবার বিকেল ৪টায় স্টেশনে উপস্থিত জনসম্মুখে সেই হারানো টাকা মোকছেদুর রহমানের হাতে তুলে দেন মো. আক্কাছ আলী মন্ডল, মো. অন্তর হোসেন ও মো. রুমেল হোসেন।