নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির মানববন্ধন
ডিজেল, কেরোসিনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
আজ সোমবার সকালে শহরের পোস্টঅফিস পাড়ার দলীয় কার্যালয়ের সামনে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহসভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাবেক সহসভাপতি আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সহসভাপতি জুহুরুল আলম, জেলা বিএনপি কোষাধক্ষ অ্যাডভোকেট রুহুল আমিন, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক সামিউর রহমান হিরা, পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা কৃষকদলের আহ্বায়ক অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শাহিন শেখ রনজু, আজিজুল হক, সাঈয়েদ আহমেদ বাবু, মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু হানিফ বিপ্লব, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি নাছিম পারভেজ তারা, সহসভাপতি সফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার বিনা ভোটের সরকার। জনগণের ওপর তাদের কোনো দায়বদ্ধতা নেই। এ জন্যই সাধারণ মানুষের প্রতি তাদের দরদ নেই।
অবিলম্বে ডিজেল, কেরোসিনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবি জানান বক্তারা।