বোয়ালিয়ায় জামায়াতের নির্বাচনি বৈঠকে বাধা দেওয়ার অভিযোগ
নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামীর পূর্ব নির্ধারিত নির্বাচনি উঠোন বৈঠকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে এই সমাবেশ হওয়ার কথা ছিল। বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সদর আসনে ঘোষিত এমপি প্রার্থী অ্যাডভোকেট আ.স.ম সায়েম। বাধা দেওয়ার অভিযোগ তুলে এমপি প্রার্থী সায়েম তার নিজস্ব ফেসবুক পেজ থেকে ঘটনার সময় একটি লাইভ সম্প্রচার করেন।
লাইভ সম্প্রচার থেকে জানা যায়, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বিকেলের উঠোন বৈঠকে নারীরা জড়ো হন। জামায়াত প্রার্থী অ্যাডভোকেট আ.স.ম সায়েম সেখানে হাজির হওয়ার ঠিক পরেই সাব্বির পাপ্পু নামে এক যুবক এসে উপস্থিত নারীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
ওই যুবককে বলতে শোনা যায়, উপস্থিত নারীদের ‘তালিম শোনানোর’ কথা বলে হাজির করা হলেও সেখানে রাজনৈতিক আলোচনা করা হচ্ছে, যা তিনি কোনোভাবেই মেনে নেবেন না। লাইভে জামায়াত প্রার্থী সায়েমকে প্রশাসনের সহযোগিতা চাইতে শোনা যায় এবং তিনি তাদের ওপর হামলা হচ্ছে বলেও দাবি করেন।
এ বিষয়ে নওগাঁ সদর থানা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন, ঘটনাটি খুবই উদ্বেগের। মূলত তাদের পূর্বনির্ধারিত বৈঠক পণ্ড করতেই ওই যুবক হামলা চালায়। এ বিষয়ে তারা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জামায়াত নেতাদের ফোন পেয়েই ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে এবং তাদের অভিযান অব্যাহত আছে। জামায়াতে ইসলামীর নেতারা লিখিত অভিযোগ দিলেই প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

আসাদুর রহমান জয়, নওগাঁ