নির্বাচনি সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে : পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, নির্বাচনি সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে। আগামী নির্বাচনের আগে যে সময় হাতে পাওয়া যাবে, তার মধ্যে যতটুকু উন্নয়ন করা সম্ভব, তা করা হবে। বাকিটা নির্বাচনের পর যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তাহলে বাস্তবায়ন করা হবে।
আজ বুধবার বিকেলে পলক নাটোরের সিংড়া উপজেলা হল রুমে আয়োজিত ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠানে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিরুল ইসলামের সভাপতিত্বে সিংড়া উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, ‘সরকারের মানবিক সহায়তা কর্মসূচি শুধু দারিদ্র্য জনগোষ্ঠীর মানুষের জন্য। সেখানে দরিদ্রদের বাদ দিয়ে সামর্থ্যবানদের যাতে তালিকাভুক্ত করা না হয়।’
অনুষ্ঠানে সরকারে ২৬টি মন্ত্রণালয়ভুক্ত দপ্তর, অধিদপ্তর ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনতার মুখোমুখি জনপ্রতিনিধি শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে সাধারণ মানুষের নানা প্রশ্ন, অভাব, অভিযোগ শুনে তা সমাধান ও ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন আইসিটি প্রতিমন্ত্রী।
সাধারণ মানুষের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে চলনবিলবেষ্টিত সিংড়ায় যেখানে পাকা রাস্তা খুঁজে পাওয়া যেত না, সেখানে সাড়ে ৩০০ কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে। কৃষিক্ষেত্রে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। সরকারের সুষ্ঠু কৃষি ব্যবস্থাপনার ফলে ৯০ হাজার মেট্রিক টন ধানের উৎপাদন বেড়েছে। সারের সংকট হতে দেওয়া হয়নি। সার নিয়ে অনিয়ম করতে দেওয়া হয়নি।’
জন্ম নিবন্ধনে হয়রানি নিয়ে উষ্মা প্রকাশ করে প্রতিমন্ত্রী কোনো সরকারি দপ্তরে হয়রানির শিকার হলে ৩৩৩ নম্বরে অথবা সরাসরি তাকে ফোন করার পরামর্শ দেন। যারা প্রকাশ্যে অভাব অভিযোগ জানাতে ভয় বা সংকোচ বোধ করেন, তাদের জন্য অভিযোগ বাক্স খোলার ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অহিদুর রহমান শেখসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন।