নির্বাচনের চার দিন আগে ইউপি ভবন থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

খুলনা জেলার দিঘলিয়ার গাজীরহাট ইউপি ভবনের রেস্ট রুমে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি, চাপাতিসহ এই তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। ছবি : এনটিভি
নির্বাচনের চার দিন আগে খুলনা জেলার দিঘলিয়া থানাধীন গাজীরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের রেস্ট রুমে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি, চাপাতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে এই অস্ত্র ও গুলি উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৬ এক ই-মেইল বার্তায় জানিয়েছে।
গ্রেপ্তারকৃত তিনজন হলেন বুলু মোল্লা, কালাম শেখ ও খবির মোল্লা। তারা সবাই ওই রুমে অবস্থান করে শলাপরামর্শ করছিলেন।
স্থানীয়দের ধারণা, আগামী ২০ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এই সন্ত্রাসীদের ভাড়া করা হয়েছিল।
পরে দিঘলিয়া থানায় আসামিদের হস্তান্তর করা হয়েছে। র্যাব ৬-এর ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
সংশ্লিষ্ট সংবাদ: অস্ত্রসহ গ্রেপ্তার
১৮ অক্টোবর ২০২২
১৩ সেপ্টেম্বর ২০২২
০৬ সেপ্টেম্বর ২০২১