নীলফামারীতে শিশু অধিকার সপ্তাহ শুরু

‘গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ’ স্লোগানে নীলফামারীতে শিশু অধিকার সপ্তাহ শুরু হয়েছে। আজ সোমবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি কার্যালয়ে বেলুন উড়িয়ে শিশু সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মির্জা মুরাদ হাসান বেগ।
এর আগে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী আলোচনা সভায় জেলা শিশুবিষয়ক কর্মকর্তা ইমরান মিঞা, শিশু একাডেমি পরিচালনা পর্ষদের সদস্য আহসান রহিম মঞ্জিল, ইএসডিওর আঞ্চলিক ব্যবস্থাপক লোকমান হোসেন, উত্তর বঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের কেন্দ্র ব্যবস্থাপক সুশেন রায় বক্তব্য দেন।
শিশু একাডেমি সূত্র জানায়, ৩ অক্টোবর থেকে শুরু হওয়া এই শিশু সপ্তাহ চলবে ১১ অক্টোবর পর্যন্ত। জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন, প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সপ্তাহের কর্মসূচিতে।
জেলা শিশুবিষয়ক কর্মকর্তা ইমরান মিঞা জানান, ১১ অক্টোবর বিকেলে শিশু একাডেমি কার্যালয় প্রাঙ্গণে সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিন পুরস্কার বিতরণ করা হবে বিজয়ীদের মধ্যে।