নীলসাগর ট্রেনের ১৪ টিকেটসহ যুবক গ্রেপ্তার

নীলফামারীর চিলাহাটি রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ট্রেনের ১৪টি টিকেটসহ মজিবুল হক নামে এই যুবককে গ্রেপ্তার করেছে সৈয়দপুর জিআরপি পুলিশ। ছবি : এনটিভি
নীলফামারীর চিলাহাটি রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে টিকেট কালোবাজারির দায়ে মজিবুল হক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সৈয়দপুর জিআরপি পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া যুবক মজিবুল ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের দিগন্তপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। উদ্ধার হওয়া ১৪টি টিকেটে ৩২টি আসন ছিল।
সৈয়দপুর জিআরপি থানার পরিদর্শক সাকিউল আযম জানান, সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে অনলাইনে কাটা এসব টিকেট জব্দ করা হয়। তিনি কালোবাজারি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।