নোয়াখালীতে ডিজিটাল নিরাপত্তা আইনে আরও ১১ জন গ্রেপ্তার

নোয়াখালীর চৌমুহনী ও বেগমগঞ্জের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের মন্দির ও উপাসনালয়ে হামলার ঘটনায় ২৫টি মামলায় ১৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে আজ সোমবার ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপার শহীদুল ইসলাম নিজ সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, চৌমুহনী ও বেগমগঞ্জের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের মন্দির ও উপাসনালয়ে হামলার ঘটনায় এ পর্যন্ত ২৫টি মামলা রুজু করা হয়েছে। এসব মামলায় ভিডিও ফুটেজ দেখে এবং বিভিন্ন তথ্যের ভিত্তিতে এ পর্যন্ত ১৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত ১৫ অক্টোবর শুক্রবার জুমার নামাজের পর জেলার চৌমুহনী ও বেগমগঞ্জের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের মন্দির ও উপাসনালয়ে হামলা করে দুর্বৃত্তরা। এ ঘটনার সময় তাদের হামলায় দুজন নিহত হয় এবং আহত হয় প্রায় ১৭ জন। এ ঘটনার পর হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন জামায়াতনেতা এবং কয়েকজন বিএনপিনেতা রয়েছেন।