নড়াইলে মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার মজুত-বিক্রির করায় অর্থদণ্ড
নড়াইলে মেয়াদোত্তীর্ণ এলপি গ্যাস সিলিন্ডার মজুত ও বিক্রির অপরাধে এক দোকানিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিনের নেতৃত্বে নড়াইল চৌরাস্তায় অভিযানে এ অর্থদণ্ড করা হয়।
অভিযানকালে খবির এন্টারপ্রাইজ নামের গ্যাসের দোকানটি থেকে বিপদজনক অবস্থায় মেয়াদ উত্তীর্ণ এলপি গ্যাস জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই দোকানে থাকা গ্যাস সিলিন্ডারগুলো যেকোনো সময় বাসতবাড়িতে বিস্ফোরিত হতে পারে। এ ছাড়াও বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদন ছাড়াই দোকানটিতে অবৈধভাবে গ্যাস বিক্রি করা হচ্ছিল। ওই দোকানের ট্রেড লাইসেন্সও ছিল না। সবকটি অপরাধ গুরুতর হলেও প্রথমবারের বিবেচনায় দোকান মালিককে সতর্ক করে নগদ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেইসঙ্গে দ্রুততম সময়ে সব বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা করার হুঁশিয়ার দেওয়া হয়।
অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন বলেন, ‘এ ধরনের অপরাধ দমনে জেলা প্রশাসন সবসময় সচেষ্ট আছে। এমন অভিযান আরও পরিচালনা করা হবে। আশা করি আমাদের অভিযান অব্যাহত থাকলে মানুষজন আরও সচেতন হবে। আমরা সবার সহযোগিতা কামনা করছি।’