নয়াপল্টনে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প

নয়াপল্টনে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : এনটিভি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হচ্ছে।
আজ সোমবার বেলা পৌনে ১১টা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে।
প্রধান অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা ডা. জাহিদুল কবির জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।