পটুয়াখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন
পটুয়াখালীতে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। আজ শনিবার সকালে শহরের পিডিএসএ মাঠ সংলগ্ন রাস্তার পাশে এ অভিযান চালানো হয়। অভিযানে শতাধিক দোকানপাট ও প্রায় ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে স্থাপনা নির্মাণ করে বসবাস ও ব্যবসা করে আসছিলেন একদল লোক। জেলা প্রশাসক মো. কামাল হোসেনের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মাহমুদ ও মো. আলাউদ্দিন। এদিকে উচ্ছেদ চলাকালীন পাশেই সড়কে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।
প্রশাসন জানায়, দীর্ঘদিন তাদের সরকারি জায়গা ছেড়ে যেতে বললেও তারা যায়নি। গতকাল তাদের সরাসরি নির্দেশনা দিয়ে সকালে সরে যেতে বললেও তারা না যাওয়ায়, জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালায়।
ভুক্তভোগীরা বলেন, পটুয়াখালী পৌরসভার মাধ্যমে লিজ নিয়ে এই জায়গায় দীর্ঘদিন স্থাপনা নির্মাণ করে বসবাস ও ব্যবসা করে আসছিলেন তারা। এই জায়গা নিয়ে আদালতে মামলাও চলমান। মামলা নিষ্পত্তি না হওয়ার আগেই তাদের উচ্ছেদ করা হলো। তাদের প্রশ্ন, এখন কোথায় যাবেন? সবাই ভাসমান। জায়গা-জমি নেই। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা।