খুলনায় এনসিপিনেতা গুলিবিদ্ধ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় কমিটির আহবায়ক মো. মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের চিকিৎসক ডা. কনক জানিয়েছেন, মোতালেব শেকদারের অবস্থা এখন আশংকামুক্ত। তার মাথার বাইরের দিকে গুলি গেলে বেরিয়ে গেছে। গুলিবিদ্ধ হওয়ার আগে তিনি সোনাডাঙ্গা থানা এলাকায় একটি চায়ের দোকনে দাঁড়িয়ে চা পান করছিলেন।
আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সোনাডাঙ্গায় গুলির শব্দ শুনে গোয়েন্দারা খোঁজ করতে থাকে। আহত মোতালেব শিকদার এনটিভিকে জানান, তিনি চা পানের সময় চারজেন লোক এসে তাকে ঘুষি মারে এবং দুই চোখ বন্ধ করে রাখে। পরে তাকে ধরে অন্যত্র নিয়ে বসিয়ে রাখে। পরে গুলি করে চলে যায়। এই সময় আশপাশের লোকেরা আহত অবস্থায় মোতালেব তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
মোতালেবের স্ত্রী জানান, তাকে ফোন করে গুলির খবর দেওয়া হয়েছে। এ ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গোয়েন্দারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) হাসপাতালে আপারেশন থিয়েটারে অস্ত্রপোচারের পর আহত মোতালেব শিকদারকে কেবিনে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তিনি আশংকামুক্ত।
মোতালেবের স্ত্রী ফাহিমা আক্তার জনান, মোতালেব গতকাল সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছিলেন। রাতে বাসায় ফেরেননি। সকালে তার কাছে গুলি করার খবর আসে। পরে তিনি হাসপাতালে আসেন।
এনসিপি নেতা আহমেদ হামীম রাহাত বলেন, খুলনার আইনশৃঙ্খলা যে চরম অবনতি তারই ধারাবাহিকতায় মোতালেব হত্যা চেষ্টা। তিনি ৪৮ ঘণ্টার মধ্যে হামলায় ঘটনায জড়িতদের আটক না করলে কঠোর আন্দোলন হুঁশিয়ার দেন।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তারা তদন্ত করে দেখছেন। মোতালেবের বাসা সোনাডাঙ্গা এলকায়। তিনি আগে থেকে পরিবহণের নেতা ছিলেন।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা